
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ৬১০ তম দেওয়ানহাট আউটলেটের শুভ উদ্বোধন হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ মে ) সকাল ১১টায় আউটলেট এজেন্ট মোহাম্মদ সাকিব সেলিম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবেদ আহাম্মদ খান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম জোনাল হেড মোহাম্মদ আজম, ওআর নিজাম রোড শাখার ভাইস প্রেসিডেন্ট মো. শাহেদ হোসেন, এজেন্ট ব্যাংকিং বিভাগের নির্বাহী মো. সাখাওয়াত হোসেন, চট্টগ্রাম জোনাল অফিসের নির্বাহী মো. আরিফুর রহমান, আন্দরকিল্লা শাখার ম্যানেজার জালাল উদ্দিন আহমদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পূর্বকোণ/পিআর