চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও একজনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। একই সময়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। শনাক্তের হার শূন্য দশমিক ৩৯ শতাংশ।
রবিবার (২২ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ২৫১ জনের নমুনা পরীক্ষা করে একজনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে। ওই ব্যক্তি নগরীর বাসিন্দা।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২৬ হাজার ৬৪৮ জন। আক্রান্তদের মধ্যে নগরীর বাসিন্দা ৯২ হাজার ১০৮ জন এবং ৩৪ হাজার ৫৪০ জন বিভিন্ন উপজেলার।
২০২০ সালের ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছিল। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৩৬২ জনের। এর মধ্যে ৭৩৪ জন নগরীর, বিভিন্ন উপজেলায় ৬২৮ জনের মৃত্যু হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ