
চট্টগ্রামের বন্দর থানাধীন নিমতলা এলাকায় গলায় ফাঁস দিয়ে নুরুল ইসলাম (৬২) নামে এক বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। ওই বৃদ্ধ পশ্চিম নিমতলার মৃত আব্দুল মালেকের ছেলে।
শনিবার (৭ মে) সকাল ৮টা ২০ মিনিটে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান।
তিনি বলেন, আজ সকালে বন্দর এলাকা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক বৃদ্ধকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে দুপুর ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক ওই বৃদ্ধকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ মর্গে রাখা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ