চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

কন্টেইনার জট কমাতে স্টোররেন্ট ৪ গুণ বাড়াচ্ছে বন্দর, কার্যকর ১৫ মার্চ

নিজস্ব প্রতিবেদক 

৪ মার্চ, ২০২২ | ৪:২৫ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে ২১দিনের বেশি সময় পড়ে থাকা আমদানিকৃত এফসিএল (ফুল কনটেইনার লোড) কনটেইনারের স্টোর রেন্ট ৪গুণ বাড়ানোর ঘোষণা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। গত বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেয় চট্টগ্রাম বন্দরের পরিবহন বিভাগ। দীর্ঘদিন বন্দরের বিভিন্ন ইয়ার্ডে খালাস না নিয়ে রেখে দেওয়া এফসিএল কনটেইনারগুলোর ক্ষেত্রে এই বর্ধিত ৪গুণ স্টোর রেন্ট আদায় করবে বন্দর কর্তৃপক্ষ। যা আগামী ১৫ মার্চ থেকে কার্যকর করার ঘোষণা দিয়েছে বন্দরের সংশ্লিষ্ট বিভাগ।

বিজ্ঞপ্তিতে বন্দর কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি অনেক আমদানিকারক এফসিএল কনটেইনার ভর্তি পণ্য এনে বন্দরের অভ্যন্তর হতে খালাস না নিয়ে দিনের পর দিন বন্দরে স্টোর করে রাখে। এতে বন্দরের ভেতরে পড়ে থাকা কনটেইনারের পরিমাণ বেড়ে যায়। ফলে বন্দরের স্বাভাবিক কার্যক্রমে ব্যঘাত ঘটে। একারণে বন্দরের সকল ব্যবহারকারি ও আমদানিকারকদের দ্রুত কনটেইনার খালাস নিতে অনুরোধ করেছে বন্দর কর্তৃপক্ষ। অন্যথায়, রেগুলেশন ফর ওয়ার্কিং অব চিটাগাং পোর্ট (কার্গো এন্ড কনটেইনার), ২০০১ এর ১৬০ ধারার আলোকে কমন ল্যান্ডিং ডেট এর ২১ তম দিন থেকে ৪ গুণ বর্ধিত স্টোর রেন্ট কার্যকর করা হবে।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট