প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ। সারাদেশে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে তার জন্মদিন উদযাপন করছে আওয়ামী লীগ নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আওয়ামী লীগ নেত্রীর জন্মদিন উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ, দোয়া মাহফিল, আলোচনা সভা, র্যালি ও কেক কাটা হয়েছে। বিভিন্ন জেলা-উপজেলা সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
খাগড়াছড়ি: পার্বত্য জেলা খাগড়াছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের বুলিপাড়া এলাকার প্রজ্ঞাবংশ শিশু সদনে অনাথ শিশুদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেন সমাজসেবক কেউচিং মারমা।
এর আগে শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করে তারা। সেই সঙ্গে মহামারি করোনা থেকে মুক্তি কামনাসহ বিশ্বশান্তির জন্য সমবেত প্রার্থনায় অংশ নেন অনাথ শিশু ও বৌদ্ধ ভিক্ষুরা।
আনোয়ারা : চট্টগ্রামের আনোয়ারায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দিবসটি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে কেক কেটে জন্মদিন পালন করা হয়।
দিবসটি দুপুরে উপজেলা একটি কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম. এ. মান্নান চৌধুরীরে সভাপতিত্ব ও সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দীনর পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. মালেক।
হাটহাজারী : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ হাটাহাজারী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক মো. সাকেরিয়া চৌধুরী সাগর। এ উপলক্ষে হাটহাজারীতে উদ্বোধন করা হয়েছে ‘করোনা প্রতিরোধক বুথ’। বুথগুলো থেকে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার নেয়া যাবে। প্রতিটি বুথে ব্যবহৃত মাস্ক ফেলে দেয়ার জায়গাও রয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) হাটহাজারী সরকারি কলেজের উপাধ্যক্ষ গুল মোহাম্মদ কলেজের বুথটি উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন হাটাহাজারি সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান আবদুল্লাহ আল মুছা, ব্যাবস্থপনা বিভাগের বিভাগীয় প্রধান মো. আফজাল উদ্দীন, হাটাহাজারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাকেরিয়া চৌধুরী সাগর, ছাত্রলীগ নেতা ইফতেখার উদ্দিন গালিব, মো. হেলাল উদ্দিন, যুবলীগ নেতা মহিন উদ্দিন, মিরাজ সিকদার, আয়মান শাহ, হোসাইন অভি, মোহায়েম আহম্মদ সোহান, আরিফুল ইসলাম পাপ্পু প্রমুখ।
এরপর হাটহাজারী পার্বতী মডেল সরকারি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ এবং সাকেরিয়া চৌধুরী সাগর স্কুলের বুথটির কর্যক্রম উদ্বোধন করেন।
পূর্বকোণ/মামুন