চট্টগ্রাম শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে ২৭ কেজির পোয়া মাছ, ৫ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি

নিজস্ব সংবাদদাতা, টেকনাফ

২২ আগস্ট, ২০২১ | ১:১৬ অপরাহ্ণ

টেকনাফের শাহপরীরদ্বীপে ২৭ কেজি ওজনের একটি পোয়া মাছটি বিক্রি হয়েছে ৫ লাখ ৩০ হাজার টাকায়। শনিবার ২১ আগস্ট ভোররাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ মিস্ত্রিপাড়ার বাসিন্দা শাহ আলম কোম্পানির ট্রলারের জালে পুরুষ প্রজাতির এ মাছটি ধরা পড়ে। মাছটি শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে কক্সবাজারের ফিশারিজ ঘাটে বিক্রি হয়। ৫ লাখ ৩০ হাজার টাকায় মোহাম্মদ সিরাজ মিয়া নামে একজন মৎস্য ব্যবসায়ী এটি কিনে নিয়েছেন। রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ট্রলারে মালিক শাহ আলম কোম্পানি। শাহ আলম কোম্পানি বলেন, ‘মাছটি ফিশারিজে রাখা হয়েছে। এটি বিকেলে টেকনাফ থেকে কক্সবাজার ফিশারিজ ঘাটে নিয়ে আসা হয়। সেখানে সাড়ে ৬ লাখ টাকা দাম হাঁকালে মৎস্য ব্যবসায়ী মোহাম্মদ সিরাজ মিয়া ৫ লাখ ৩০ হাজার টাকায় মাছটি কিনে নেন’।
মাছটি কিনে নেওয়ার পর সিরাজ মিয়া বলেন, ‘পোপা মাছটি চট্টগ্রামে নিয়ে বিক্রি করার জন্য পাঠানো হয়েছে। বিদেশে মাছ ও মাছের পটকা রপ্তানি করে থাকেন সে রকম কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা হয়েছে। এ মাছের পটকা বা ফুসফুসটির ওজন ৯০০ গ্রামের বেশি হলে বিক্রি করে আরও ভালো লাভ হবে’।

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট