চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

কর্ণফুলীতে সাম্পান ডুবির ঘটনায় নিখোঁজ ব্যাংক কর্মকর্তা

কর্ণফুলী সংবাদদাতা

১৩ আগস্ট, ২০২১ | ৭:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রামে কর্ণফুলী নদী পারাপারের সময় জাহাজের রশিতে আটকে যাত্রীবাহী সাম্পান ডুবির ঘটনায় মোহাম্মদ সাজ্জাদ হোসেন (৫০) নামের এক ব্যাংক কর্মকর্তা নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (১৩ আগস্ট) সকালে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ব্যাংক কর্মকর্তা সাজ্জাদকে তাঁর পরিবারের সদস্যরা শনাক্তের পর নিখোঁজের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাঁর সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাটের নগরপ্রান্তে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় লায়লা বেগম (৫০) নামের অপর এক যাত্রী নিহত হন।

নিখোঁজ মোহাম্মদ সাজ্জাদ হোসেন (৫০) আনোয়ারারা উপজেলার মৃত আবদুল কুদ্দুসের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ১০ জন যাত্রী নিয়ে একটি ইঞ্জিন চালিত সাম্পান ইছানগর প্রান্তে যাওয়ার পথে এমভি কিবলা তাইন-১৬ জাহাজের ঝুলন্ত রশির সাথে আটকে সাম্পানটি ডুবে যায়। আশপাশের অন্যান্য নৌ-যানের সহযোগিতায় মাঝিসহ যাত্রীদের উদ্ধার করা হয়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার হওয়া যাত্রী লায়লা বেগমকে নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে সাজ্জাদের নিখোঁজের বিষয়টি নিশ্চিত হওয়া না গেলেও পরে সিটিভি ফুটেজ দেখে তাঁকে শনাক্ত করা হয়। তাঁর সন্ধানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে সদরঘাট নৌ থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) নিউটন চৌধুরী পূর্বকোণকে বলেন, নিখোঁজ ব্যাংক কর্মকর্তার খোঁজে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

পূর্বকোণ/নয়ন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট