চট্টগ্রাম শুক্রবার, ১৭ মে, ২০২৪

‌‘বঙ্গবন্ধু নির্যাতিত বাঙালির নেতা থেকে বিশ্বনেতা হয়ে উঠেছিলেন’

বিজ্ঞপ্তি

১৮ মার্চ, ২০২১ | ১১:৩৫ অপরাহ্ণ

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করেছে টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন চট্টগ্রাম (টিসিজেএ)। বুধবার (১৭ মার্চ) রাতে টিসিজেএ কার্যালয়ে আলোচনা সভার পর কেক কাটার মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, বঙ্গবন্ধু নির্যাতিত বাঙালির নেতা থেকে বিশ্বনেতা হয়ে উঠেছিলেন। তার নেতৃত্বে সংগঠিত বাঙালির স্বাধীন সংগ্রাম হয়ে উঠেছিলো বিশ্বের নির্যাতিত মানুষের মুক্তিসংগ্রামে প্রেরণার উৎস।

টিসিজেএ সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন টিসিজেএ’র সহ-সভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশ বাবু, সাবেক সভাপতি শফিক আহমেদ সাজীব ও ফরিদ উদ্দিন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী মানে বাঙালির জন্য গর্ব ও সম্মানের। আজ তিনি আমাদের মাঝে নেই। কিন্তু তার আদর্শ রয়ে গেছে। তিনি স্বাধীন দেশ দিয়ে গেছেন আমাদের। তার আদর্শ নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ এই আমাদের প্রত্যাশা ।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট