চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

নোংরা পানিতে খেজুরের বস্তা

খাতুনগঞ্জ ও রিয়াজউদ্দিন বাজারে জেলা প্রশাসকের মনিটরিং টিম, জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৯ এপ্রিল, ২০১৯ | ২:৪৬ পূর্বাহ্ণ

নগরীর খাতুনগঞ্জ ও রিয়াজউদ্দিন বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ও মান মনিটরিং করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের দুটি টিম। এসময় স্যাঁতস্যাঁতে ও নোংরা পরিবেশে খেজুর সংরক্ষণ করা ও খেজুরের বস্তার নিচে পানি জমে দুর্গন্ধ সৃষ্টির দায়ে খাতুনগঞ্জ পাইকারি বাজারে খান ব্রাদার্সকে ১০ হাজার টাকা জরিমানা ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে হাজি স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে এ জরিমানা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম। এদিকে একই সময়ে রিয়াজউদ্দিন বাজারে অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন। এসময় তিনি মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই মুরগির দোকানকে ২ হাজার টাকা ও একটি মাংসের দোকানকে ৩ হাজার টাকা এবং আরেকটি মুদির দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। এসময় সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন করতে প্রাথমিকভাবে সতর্ক করেন অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বলেন,‘মূল্য তালিকা প্রদর্শন করতে সকল দোকানদারদের সতর্ক করা হয়েছে। পরবর্তীতে একই অনিয়ম নজরে এলে কঠোর শাস্তি প্রদান করা হবে বলেও তাদেরকে সতর্ক করেছি আমরা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট