চট্টগ্রাম রবিবার, ০২ এপ্রিল, ২০২৩

২০ জুন, ২০১৯ | ১০:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

চকরিয়ায় পলাতক আসামি গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়া উপজেলায় অভিযান চালিয়ে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে চকরিয়া থানা পুলিশ। গতকাল বুধবার (১৯ জুন) রাতে উপজেলার কৈয়ারবিল থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার আসামির নাম মো.মিজবাহ উদ্দিন। সে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাস্টার আবুল খায়েরের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পলাতক আসামি মিজবাহ উদ্দিনকে গ্রেপ্তার করে।
তিনি আরো বলেন, মিজবাহ উদ্দিন ২০১৮ সালের সিআর- ৪৩ ধারা (৩১২/৪০৬/৫০৬/৩২৩/৩৪) মামলার পলাতক আসামি। আজ বৃহস্পতিবার তাকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট