২০ জুন, ২০১৯ | ৫:৪৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
নগরীর ইপিজেডে মোবারক হোসেন (২৫) নামে এক পুলিশের সোর্সকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ জুন) বিকাল ৪ টার দিকে ইপিজেড থানার ফ্রিপোর্ট এলাকার এস এ পরিবহন কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সোর্স মোবারকের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেছে ইপিজেড থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার পরিদর্ক (তদন্ত) মো. ওসমান গণি পূর্কোণকে বলেন, বিকাল ৪টার দিকে সোর্স মোবারককে পেটে ও গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় এক দুর্বৃত্ত। তবে কি কারণে তাকে খুন করা হয়েছে তা এখনো জানা যায়নি।
পূর্বকোণ/আল-আমিন