২০ জুন, ২০১৯ | ২:২৭ পূর্বাহ্ণ
নিজস্ব সংবাদদাতা
রাউজানে অসুস্থ মাকে হাসপাতালে খাবার দিয়ে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে হাসপাতালগামী ছোট ভাইয়ের সিএনজি অটোট্যাক্সির চাপায় মারা গেছেন বড় ভাই। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত বড় ভাইয়ের নাম মো. মুবিন উদ্দিন (২২), উপজেলার ৭নম্বর সদর রাউজান ইউনিয়নের দক্ষিণ পূর্ব রাউজান গ্রামের শাহ সুলতান পাড়ার দুবাইপ্রবাসী সিরাজুল ইসলামের ছেলে। মুবিন রাজমিস্ত্রি কাজ করতেন। স্থানীয় লোকজন জানায়, সিরাজুল ইসলামের স্ত্রী শাহনাজ বেগম (৪০) অসুস্থ হওয়ায় গত মঙ্গলবার সকালে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তার জন্য মঙ্গলবার রাতে খাবার নিয়ে যান বড় ছেলে মুবিন। হাসপাতালে খাবার দিয়ে ছোট ভাই সাইফুদ্দিনকে ফোনে বলেন আমি খাবার দিয়ে গেলাম। এরপর বড় ভাই মুবিন নিজের বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি হাফেজ বজলুর রহমান সড়ক হয়ে নাতোয়ান বাগিছা লম্বা পুল নামক এলাকায় পৌঁছলে ছোট ভাই সাইফুদ্দিনের সিএনজি ট্যাক্সিতে চাপা পড়ে বড় ভাই মুবিন। এসময় তিনি মুখে ও মাথায় আঘাত পান। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে চমেক হাসপাতালে তাকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সকালে মারা যায় মুবিন। এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গতকাল বুধবার আসরের নামাজের পর মরহুমের নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘পারিবারিকভাবে এবং নিহতের মায়ের কোন অভিযোগ নেই। এ কারণে আর ময়নাতদন্তের প্রয়োজন পড়েনি’।