২৮ জানুয়ারি, ২০২১ | ৮:২১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ গণতন্ত্রকে হরণ করেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) চসিক নির্বাচনে সহিংসতায় আহত বিএনপি নেতাকর্মীদের দেখতে নগরীর বিভিন্ন হাসপাতালে যান শাহাদাত হোসেন। এ সময় তিনি সাংবাদিকদের এমন মন্তব্য করেন। পরে তিনি গ্রেপ্তার বিএনপি নেতাকর্মীদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে বের করে আনতে আদালতে যায়।
আওয়ামী লীগ ফ্যাসিজমের মাধ্যমে ভয়াবহ একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে মন্তব্য করে শাহাদাত হোসেন বলেন, জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও সু-শাসন প্রতিষ্ঠার শপথ নিতে হবে। আওয়ামী লীগ গণতন্ত্রকে হরণ করেছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। তার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করতে হবে।
চসিক নির্বাচন প্রসঙ্গে ডা. শাহাদাত হোসেন বলেন, গতকাল যে নির্বাচন হয়েছে তা নির্বাচন নয়, এটা একটা নির্যাতন। কেউ ভোটকেন্দ্রে যেতে পারে নাই। সরকারদলীয় সন্ত্রাসীদের দখলে ছিল কেন্দ্র। সারা বিশ্ববাসী তামাশার এই নির্বাচন উপলব্ধি করেছে। এই সরকারকে একদিন না একদিন জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
পূর্বকোণ/মামুন/এএইচ
The Post Viewed By: 553 People