চট্টগ্রাম বুধবার, ২৯ মার্চ, ২০২৩

সর্বশেষ:

১৯ জুন, ২০১৯ | ১:৫২ পূর্বাহ্ণ

মোহরা ওয়ার্ড বিএনপির অনুষ্ঠানে সুফিয়ান

সরকারের হঠকারী সিদ্ধান্তেই মৎস্যজীবীরা কষ্টে দিন কাটাচ্ছে

মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান বলেছেন, সাগরে মাছ ধরার উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা দেয়ায় মৎস্যজীবীরা বর্তমানে বেকার সময় পার করছেন। রুটি-রুজির নিশ্চয়তার দাবিতে ভুখা-নাঙ্গা মৎস্যজীবীরা স্ত্রী সন্তান নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। মাছ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে আরো কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছে। সরকারের হঠকারী সিদ্ধান্তের কারণেই দরিদ্র মৎস্যজীবীরা কষ্টে দিন কাটাচ্ছে। তিনি গতকাল মঙ্গলবার বিকালে মোহরা ওয়ার্ড বিএনপির উদ্যোগে পূর্ব মোহরাস্থ বালুর মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মোহরা ওয়ার্ড বিএনপির সভাপতি জানে আলম জিকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দীন আহম্মেদ, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, মৎস্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ বখতেয়ার, সহ দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী। যুবদল নেতা জয়নাল আবেদীনের পরিচালনায় বক্তব্য রাখেন নগর তাঁতী দলের সাবেক সভাপতি মো. আফিল উদ্দীন, নগর যুবদলের সহ সভাপতি ম. হামিদ, সহ সাধারণ সম্পাদক জমির উদ্দীন মানিক, গুলজার হোসেন, ডা. আবদুল মান্নান, নূরুল হক সওদাগর, দিদারুল আলম হিরামন, মো. আইয়ুব আলী প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট