চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

কাদা-ময়লার নিত্য দুর্ভোগে ক্রেতা-বিক্রেতারা

আলীকদম বাজার এসডিজি বাস্তবায়নবিষয়ক কর্মশালা মানিকছড়িতে

নিজস্ব সংবাদদাতা, মানিকছড়ি

১৯ জুন, ২০১৯ | ১২:৫৬ পূর্বাহ্ণ

উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নবিষয়ক কর্মশালা ১৭ জুন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা টাউন হলে উপজেলার বিভিন্ন পর্যায়ের ৮০ জন প্রশিক্ষণার্থীদের নিয়ে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ (ভারপ্রাপ্ত)। মানিকছড়ি প্রেস ক্লাব’র সাধারণ সম্পাদক আব্দুল মান্নান’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ হাবিব উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল, ডলি চৌধুরানী। কি-নোট উপস্থাপন করেন লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল।
দিনব্যাপী কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, বিভিন্ন ধর্মগুরু, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আটটি গ্রুপে বিভক্ত হয়ে এসডিজি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ দিকগুলো উপস্থাপন করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট