১৫ জুন, ২০১৯ | ১:২৬ অপরাহ্ণ
নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড
সীতাকুণ্ডে বাস চাপায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি (৪০) নিহত হয়েছে।
শনিবার (১৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কুমিরা বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।
কুমিরা পুলিশ ফাঁড়ির এস.আই মোঃ ফয়েজ জানান, ঢাকা মুখী শ্যামলী পরিবহনের একটি বাস একই মুখী একটি লোকাল বাসকে পেছন থেকে ধাক্কা দিলে বাসটি পথচারী ওই ব্যক্তিকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। লাশ উদ্ধার করা হয়েছে।
তবে তাকে সনাক্ত করা যায়নি।
পূর্বকোণ/পলাশ