চট্টগ্রাম শনিবার, ২৫ মার্চ, ২০২৩

১৪ জুন, ২০১৯ | ৯:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাঙ্গুনিয়া উপজেলায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম মো. শাহ আলম (৩৫)। আজ শুক্রবার (১৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাপ্তাই সড়কের উপজেলার পোমরা ইউনিয়নের বুড়ির দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের প্রতিবেশি মো. ইউনুস বলেন, শাহ আলম বিকালে তার স্ত্রী-সন্তানদের নিয়ে রাউজানের নোয়াপাড়া এলাকায় তার নানা শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। ক্ষেত্রবাজার থেকে স্ত্রী-সন্তানদের সিএনজি অটোরিক্সায় তুলে দেন। পরে বিকেলে মো. হাছান নামের অপর এক বন্ধুকে নিয়ে নিজের মোটরসাইকেলে রওনা হন তিনি। যাওয়ার পথে কাপ্তাই সড়কের বুড়ির দোকান এলাকায় গেলে চন্দ্রঘোনা লিচুবাগান থেকে চট্টগ্রামের দিকে দ্রুতগামী একটি বাস (চট্টগ্রাম-ব-০৫০০৩৪) পেছন থেকে শাহ আলমের মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় মোটরসাইকেলটি সড়কের পাশ্ববর্তী চায়ের দোকানে ছিটকে পড়ে। এতে মোটরসাইকেল আরোহী মো. হাছান অক্ষত থাকলেও গুরুতর আহত হন চালক শাহ আলম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাউজানের নোয়াপাড়া কসমিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা বাসটি আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়।

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট