বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে এন্টিপ্রিনিউরিয়াল মাইন্ডসেট: কি টু সাকসেস অব ইয়ুথ এন্ড অর্গানাইজেশন শীর্ষক এক সেমিনার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে কি নোট স্পিকার ছিলেন বাইনারি ইউনিভার্সিটি মালয়েশিয়ার ফাউন্ডার ও এক্সিকিউটিভ চেয়ারম্যান তানশ্রী দাতো প্রফেসর জোসেফ আদাইকালাম। বিশেষ অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সদস্য আফরিন আহমদ হাসনাইন, বাইনারি গ্র্যাজুয়েট স্কুলের ডিন ড. আসিফ মাহবুব করিম। স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার এ.এফ.এম আখতারুজ্জামান কায়সার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন অনুষদের প্রভাষক নওরীন আফরিন।
সেমিনারের তানশ্রী দাতো প্রফেসর জোসেফ আদাইকালাম বলেন, একটি প্রতিষ্ঠানের উন্নতি ও সাফল্যের জন্য দৃষ্টিভঙ্গি খুবই গুরুত্বপূর্ণ। কর্মকর্তা-কর্মচারী বা উদ্যোক্তা প্রত্যেকের ইতিবাচক দৃষ্টিভঙ্গি উন্নয়নের মূল চাবিকাঠি। সেই সাথে কর্মকর্তা-কর্মচারীকে উদ্যমী ও কর্মপ্রিয় হতে হবে।