চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

আবছার সভাপতি, আহাদ সেক্রেটারি

রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম মহসিন কলেজে’র কমিটি গঠন

২৮ মে, ২০১৯ | ২:২৮ অপরাহ্ণ

রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের কমিটিতে কলেজের অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্র মুহাম্মদ নুরুল আবছার সভাপতি ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র মুহাম্মদ আবু আহাদ সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।
গত ২৭ মে (সোমবার) বহাদ্দারহাটের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত ইফতার ও কাউন্সিল অধিবেশন ২০১৯-এ কমিটি ঘোষণা করা হয়।
৪১ সদস্য বিশিষ্ট কমিটির অন্য কর্মকর্তারা হলেন- সহ সভাপতি আবদুল্লাহ আল আরমান, আরিফুল ইসলাম, ছোটন দেবনাথ, সহ সাধারণ সম্পাদক রবিউল, আবু তৈয়্যব ও সাংগঠনিক সম্পাদক জাহেদ হোসাইন, মহিলা বিষয়ক সম্পাদক সামিয়া আকতার।
এর আগে কাউন্সিল অধিবেশনে ফোরামের আহবায়ক নুরুল আবছার রাফি সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহসিন কলেজ গণিত বিভাগের প্রাক্তন সহযোগী অধ্যাপক কামাল হোসেন। সঞ্চালনা করেন রবিউল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ ছাত্রনেতা কাজী নাঈম ও মইনুদ্দীন সহ চট্টগ্রাম কলেজ রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরামের প্রধান উপদেষ্টা মুহাম্মদ মুনিরুল ইসলাম, রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি মুহাম্মদ নেজাম প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট