চট্টগ্রাম শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

বলৎকারের অভিযোগে মাদ্রাসা পরিচালক আটক

আনোয়ারা সংবাদদাতা

৮ ফেব্রুয়ারি, ২০২০ | ৮:১৮ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় ১২ বছরের এক শিশুকে বলৎকারের অভিযোগে মাদ্রাসার পরিচালককে আটক করেছে পুলিশ। আজ শনিবার (৮ জানুয়ারি) ২টায় তাকে আটক করে আনোয়ারা থানা পুলিশ। অভিযুক্ত ওই মাদ্রাসা পরিচালকের নাম মহিবুল্লাহ (৩৮)। এ ব্যাপারে শিশুর মা মোকারমা বেগম বাদি হয়ে বলৎকারের অভিযোগ এনে দু’জনের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা দায়ের করে।

সূত্রে জানা যায়, উপজেলার বারশত ইউনিয়নের চালিতাতলী গ্রামে আনোয়ারুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মহিবুল্লাহর বিরুদ্ধে মাদ্রাসার এক শিক্ষার্থীকে গত শুক্রবার সকালে বলৎকারের অভিযোগ উঠে। খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ ওই পরিচালককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। ক্ষতিগ্রস্থ শিশু পুলিশকে জানায়, ভয় দেখিয়ে তাকে কয়েকবার বলৎকার করা হয়েছে। মাদ্রাসার একটি কক্ষে নিয়ে তাকে বলৎকার করা হয়। কাউকে না বলার জন্য কুরআন ধরে শপথ দেয়। এছাড়া ওই মাদ্রাসার শিক্ষক কেফায়েত উল্লাহ ছুরির ভয়ের মাধ্যমে শিশুটিকে কয়েকবার বলৎকার করেছিল।

আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনার সাথে অভিযুক্ত মহিবুল্লাহকে আটক করেছে। আটককৃত ব্যাক্তি পুলিশের কাছে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছে। এ ঘটনায় একজন পলাতক রয়েছে। পুলিশ তাকে আটকের চেষ্টা করছে। ধৃত ব্যক্তি স্থানীয় মরহুম নুরুল আলমের ছেলে।

 

 

 

 

পূর্বকোণ/আনোয়ার-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট