আজ পবিত্র শবে বরাত। হাদীস শরীফে এ রাত্রির জন্য ‘লাইলাতুন্ নিসফি মিন শা’বান’ তথা শা’বান মাসের মধ্যরাত্রি-পরিভাষা-ই ব্যবহার করা হয়েছে। তবে উপমহাদেশে যুগ যুগ ধরে ‘শবে বরাত’ নামেই এ রাত্রির বহুল পরিচিতি রয়েছে। কোন কোন ইসলামী চিন্তাবিদ এ রাত্রিকে ‘লাইলাতুল বারাআহ’ বা ‘নিষ্কৃতির রাত’-গুনাহ থেকে ‘মুক্তির রাত’ও বলে থাকেন। “হজরত আবু মুসা রা. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, “আল্লাহ তা’আলা শা’বান মাসের মধ্যরাতে এক বিশেষ ভূমিকায় অবতীর্ণ হন এবং মুশরিক ও হিংসুক ব্যতিরেকে […]