পাশ্চাত্য মতে আজকের এই দিনে জন্মগ্রহণ করায় আপনি মীন রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ অঙ্গিরাজপুত্র বৃহস্পতি, সেনাপতি গ্রহ মঙ্গল ও গ্রহমাতা চন্দ্রের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে বৃশ্চিক রাশির বন্ধুত্ব শুভ ফলদায়ক। পিতামাতা ও গুরুজনের পূর্ণ সহযোগিতা পাবেন। সন্তানদের ক্যারিয়ার স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। কর্ম অর্থ মোক্ষলাভের পথ প্রশস্ত হবে। মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) বৈদেশিক সূত্রে লাভবান হবেন। আটকে থাকা কাজ সচল হবে। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। পাওনা টাকা আদায় সহজ হবে। দাম্পত্য বিবাদের মীমাংসা হবে। পরিবারে ছোট্ট নতুন মুখের […]