ঈদুল আযহার আর মাত্র পাঁচদিন বাকি। কিন্তু এখনো জমে উঠেনি সীতাকুণ্ডের পশুর হাটগুলো। বেশিরভাগ হাটই এখনো ফাঁকা। হাটে পশু যেমন আসছে না, তেমনি আসছেন না ক্রেতারাও। তবে আর দু-তিনদিন পরেই হাট জমে যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সরেজমিনে উপজেলার বিভিন্ন হাট ঘুরে সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, ঈদুল আযহাকে কেন্দ্র করে প্রতিবছর অন্তত ১১টি অস্থায়ী হাটে কোরবানির পশু বেচাকেনা চলে। এছাড়া স্থায়ী পশুরহাট আছে তিনটি। সব মিলিয়ে ১৪টি হাটে পশু ক্রয়-বিক্রয় করেন ক্রেতা-বিক্রেতারা। উপজেলার বড়দারোগারহাট থেকে সলিমপুর পর্যন্ত এলাকায় […]