চট্টগ্রামের অক্সিজেন-হাটহাজারী সড়কের চৌধুরীহাট বাজারে তিন কিলোমিটার ব্যাপী যানজটের সৃষ্টি হয়েছে। চৌধুরীহাট ও ফতেয়াবাদে কোরবানি পশুর হাট বসায় এই যানজটের সৃষ্টি হয়। এ কারণে সড়ক দিয়ে উভয় দিকে চলাচলকারী লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। আজ মঙ্গলবার (২৭ জুন) সকাল ১১টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উক্ত সড়কের দক্ষিণে বড়দিঘীর পাড় এবং উত্তরে নন্দীরহাট পর্যন্ত ভয়াবহ যানজট। যানজট নিরসনে উপজেলা প্রশাসন ও পুলিশ কাজ করছে। জানা যায়, হাটহাজারী উপজেলার প্রসিদ্ধ ‘হাসিলবিহীন’ গরুর বাজার চৌধুরীহাট রেলস্টেশন। বাজারটিতে […]