চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসচাপায় মোহাম্মদ সাহাব উদ্দিন (৩৫) নামে এক সিএনজিচালিত অটোরিক্সা চালক নিহত হয়েছেন। সাহাব উদ্দিন উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মধ্যম বাঁশবাড়িয়া এলাকার আব্দুল মালেকের ছেলে। শনিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া আহাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার সিংহ। তিনি জানান, অটোরিক্সা চালক পেট্রোল পাম্প থেকে গ্যাস নিয়ে সড়কে উঠেন। এ সময় মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকা অতিক্রমকালে চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী বাস অটোরিক্সাটিকে পেছন থেকে চাপা দেয়। এতে অটোরিক্সাটি […]