চট্টগ্রামের লোহাগাড়ায় মদপান করে মাতলামি করার দায়ে পাঁচ যুবককে দুই মামলায় চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিতরা হলেন- উপজেলার চরম্বা ইউনিয়নের ওয়েদার পাড়ার মৃত আবদুস সালামের ছেলে মহি উদ্দিন (২১), পদুয়া ইউনিয়নের মৌলভী পাড়ার মুছার ছেলে মো. বেলাল (২০), বাঁশখালী উপজেলার কালিপুর এলাকার মৃত নিবারণ দাশের ছেলে কাজল দাশ(৩১), পদুয়া মৌলভী পাড়ার কামালের ছেলে মো. দিদার (২৬) ও উত্তর আমিরাবাদ পাল পাড়ার মৃত রতন পালের ছেলে রনি পাল। বুধবার (১৫ মে) রাত ৮টায় এ অভিযান পরিচালনা […]