খাগড়াছড়ি জেলা সদরের সরকারি একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মেঘলা (ছদ্মনাম)। বয়স কেবল ১৫ বছর ৯ মাস। অথচ আগামী সোমবার তার বিয়ে এবং রবিবার গায়ে হলুদের দিন ধার্য্য। সব আয়োজনও চূড়ান্ত প্রায়। অতিথিদের নিমন্ত্রণের পালাও শেষ। বর ও কনে উভয়ের বাড়ি খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের উত্তর গঞ্জপাড়া এলাকায়। বরের বাড়িতে সাজানো হচ্ছে প্যান্ডেল, সাজসাজ রব। বর ইদুল হাসান (২৯), চট্টগ্রামের বারৈয়ারহাটে সবজির ব্যবসা করেন তিনি। কনের প্রাপ্ত বয়স না হলেও দুই পরিবার সম্মত হয়েছিল এই বিয়েতে। কিন্তু […]