কক্সবাজারের ঈদগাঁওতে পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার (৯ জুন) দুপুর সাড়ে ১২টায় উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম পোকখালী মালমুরা পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হল- সাড়ে তিনবছর বয়সী ইলমা ও ২ বছর বয়সী আদিবা। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। ইলমা পার্শ্ববর্তী ইসলামাবাদ ইউনিয়নের বোয়ালখালীর দোলা মিয়ার তৃতীয় মেয়ে এবং আদিবা পোকখালীর মালমুরা পাড়ার হাফেজ মাহবুবুর রহমানের একমাত্র মেয়ে। প্রত্যক্ষদর্শী কাইয়ুম জানায়, সকাল সাড়ে ১০টার দিকে ইলমা বোয়ালখালী থেকে নানুবাড়ি পোকখালীতে বেড়াতে যায়। দুপুর ১২টার দিকে […]