রাঙামাটির কাপ্তাইয়ে ৪২ লিটার চোলাইমদসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ জুন) রাতে কাপ্তাই থানাধীন চন্দ্রঘোনার বারঘোনিয়া ও থানাঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো- রাঙ্গুনিয়া সৈয়দ বাড়ির কামাল উদ্দিনের ছেলে রনি (২৩) ও মৃত গোলাম হোসেনের ছেলে মো. খোরশেদ আলম (৩০)। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, অভিযান চালিয়ে চন্দ্রঘোনার বারঘোনিয়া এলাকা থেকে রনি ও থানাঘাট এলাকা থেকে খোরশেদকে গ্রেপ্তার করা হয়। আজ (মঙ্গলবার) সকালে তাদের রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়। পূর্বকোণ/মাহমুদ/এএইচ