চলতি বছরের শেষ পূর্ণচন্দ্র, যা ‘কোল্ড মুন’ নামে পরিচিত, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতের আকাশ আলোকিত করবে। এটাই ২০২৫ সালের শেষ সুপারমুনও। যুক্তরাষ্ট্রভিত্তিক নিউজউইক জানিয়েছে, যখন পূর্ণিমার চাঁদ তার কক্ষপথে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থান ‘পেরিজি’-এ পৌঁছে, তখনই সুপারমুন দেখা দেয়। এ সময় চাঁদ সাধারণের তুলনায় আরও বড় ও উজ্জ্বল দেখায়। নাসার ব্যাখ্যায় বলা হয়েছে, ‘সুপারমুন’ কোনও আনুষ্ঠানিক জ্যোতির্বৈজ্ঞানিক শব্দ নয়; তবে যেসব পূর্ণিমার চাঁদ পেরিজির ৯০ শতাংশ দূরত্বের ভেতরে আসে, সেগুলোকে সাধারণত সুপারমুন বলা হয়। অক্টোবরে হার্ভেস্ট মুন ও নভেম্বরে বিবার […]