`নীল দিগন্ত পর্যটন কেন্দ্র পর্যটকদের কাছে টানছে চিম্বুক, চন্দ্র ও কেওক্রাডং পাহাড়, দূর সাগরের জলরাশি আর দিগন্ত বিস্তৃত সবুজ বন।’ দিগন্ত বিস্তৃত সবুজের সমারোহের সাথে মিশে গেছে নীল আকাশ। সারি সারি পাহাড় আর প্রকৃতির অপরূপ সবুজের সমারোহে মুগ্ধ হবেন যে কেউ। এত সুন্দর এই জায়গাটির নাম এ কারণেই রাখা হয়েছে নীল দিগন্ত। বান্দরবান চিম্বুক সড়কের জীবননগর এলাকায় এ পর্যটন কেন্দ্রটি। জেলা শহর থেকে ৫৫ কিলোমিটার দূরে এই জায়গাটি এখন কাছে টানছে পর্যটকদের। জেলা প্রশাসনের পরিচালিত এ পর্যটন কেন্দ্রটি পাশেই রয়েছে […]