হন্টন হাঁটছি যত পথের আড়ে মোড়ে মিশছি ঘন লোকের কলরোলে ঘামের ঘ্রাণ ভীষণ লাগে নাকে হাজার গাড়ি পথেই থেমে থাকে হাঁটছি ঠেলে স্রোতের মতো ভীড় হরণ বাজে গানের মাঝে মীড় রোদের তেজ দুপুর জুড়ে বাড়ে চলার জোর হারাই পায়ের হাড়ে ফুলছে হাঁটু সাগর যথা ফোঁসে হাঁটছি তবু ধুলায় কেশে কেশে এমন করে অযুত লাখো সাল হেঁটেই লোকে পার করেছে কাল চাঁদে অভিবাসী হঠাৎ সসার এসে নেমেছে বাংলার মাঠে জোড়া জোড়া তুলেছে মানুষ নানা বয়সের নানা […]