আজি হতে শতবর্ষ আগে কে তুমি কবি পাঠিয়েছিলে বসন্ত অভিবাদন কবিতায় করে অনাগত আমাদের-ই তরে আজি হতে শতবর্ষ আগে। শতবর্ষ পর তোমার কবিতাখানি পড়িতেছি মোরা কৌতুহলভরে শত অনুরাগে। আজি ১৪২৬-এর নববসন্তের প্রভাতে হে কবি, সুদূর দিগন্তের পানে চাহি কল্পনায় অবগাহি ভাবিতেছি মনে মনে, একদিন শতবর্ষ আগে এমনি এক নবীন ফাল্গুন দিনে চঞ্চল দক্ষিণ সমীর প্রকৃতি স্পর্শিয়া পুষ্পরেণু গন্ধ মাখিয়া সহসা রাঙায়ে দিয়াছিল ধরা নানা রঙে যৌবন রাগে, অপরূপ সাজে শত বিহঙ্গের কলতানে ভরিয়া উঠিয়াছিল তোমা হৃদয় মগন গানে […]