ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধের বিরোধিতায় ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে ব্রাজিল। বুধবার (২৯ মে) ব্রাজিলীয় প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছেন। ব্রাজিলের সরকারি গেজেটে এই ঘোষণা দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে এই বিষয়ে ইসরায়েলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে ব্রাজিল ও ইসরায়েলের সম্পর্কে টানাপড়েন বিরাজ করছে। ইসরায়েলের গাজা যুদ্ধের নিয়মিত সমালোচনা করে আসছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। তার সমালোচনার পর ইসরায়েলে পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ ব্রাজিলের রাষ্ট্রদূতকে তলব করেছিলেন। জেরুজালেমে […]