চট্টগ্রাম সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪

পরিবেশ ও বিজ্ঞান

প্রতিবছর শীতকালে আমাদের দেশে নাম না জানা রংবেরঙের অনেক পাখি আসে। নদী, বিল, হাওড়, জলাশয়, পুকুর ভরে যায় এসব পাখিতে। আদর করে আমরা ওদের বলি অতিথি পাখি।   তবে যেহেতু প্রতিবছরই একটা নির্দিষ্ট সময়েই এই পাখিরা আসে তাই এদের পরিযায়ী পাখিও বলা যায়। এই পাখিরা ঝাঁকে ঝাঁকে আমাদের দেশে হাজির হয়, নিজেদের জীবন বাঁচাতে।   ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত সাইবেরিয়া থেকে বেশি পাখি আসে। বর্তমানে যেসব পাখি দেখা যাচ্ছে, সেগুলো এসেছে নেপাল, ভারতের হিমালয় এবং বাংলাদেশের হাওড় অঞ্চল […]

১২ ডিসেম্বর, ২০২৩ ০৭:০৫:০৭,