চট্টগ্রাম মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

পরিবেশ ও বিজ্ঞান

প্রকৃতিতে এখন ঋতুবদলের আয়োজন। ভোর হতেই কুয়াশার দেখা, রাতে হিম হিম ভাব থাকলেও সকালের রোদে মিষ্টি ভাব; বার্তা দিয়ে যায় হেমন্তের শুভারম্ভের।   আজ পয়লা কার্তিক, শরৎ শেষে হেমন্ত নামছে বাংলায়। কার্তিক ও অগ্রহায়ণ- এই দুই মাস নিয়ে চিরায়ত হেমন্তকাল। শীতের আগমনি বার্তা নিয়ে ধীরপায়ে প্রকৃতিতে আসে হেমন্ত।   হেমন্তের বৈচিত্র্য এখন অন্যরকম। সকালের মৃদু ফুরফুরে বাতাসের সঙ্গে কুয়াশা, আর গোধূলি বেলায় হলদেটে নিস্তেজ রোদের সঙ্গে তাল মিলিয়ে সবুজের আভা এনে দেয় কুয়াশা। এরপর সন্ধ্যা থেকে শিশির ঝরতে শুরু করে। […]

১৭ অক্টোবর, ২০২৪ ১২:৫৪:৩৭,