করোনার সম্ভাব্য নতুন সংক্রমণ মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। একই সঙ্গে তিনি নাগরিকদের স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বুধবার (১১ জুন) নগর ভবনে এক জরুরি প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সভায় চট্টগ্রামের স্বাস্থ্য খাতের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেয়র বলেন, করোনার প্রথম ধাক্কায় আমরা যেভাবে সম্মিলিতভাবে কাজ করেছি, এবারও তেমনটা করতে পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। ইতোমধ্যে চট্টগ্রামে তিনজন নতুন […]