মাহে রমজান আল্লাহ পাকের সান্নিধ্য লাভের মাস। এ মাস হজ্জে বায়তুল্লাহর প্রস্তুতিরও মাস। হজ যাদের উপর ফরজ হয়েছে তাদের এ মাসেই হজ আদায়ের সিদ্ধান্ত নিতে হয়। জাকাত যেমনি রমজানে দেয়া উত্তম, তেমনি হজের ভিসা গ্রহণসহ আনুষঙ্গিক প্রয়োজনীয় কাজও রমজানের মধ্যেই সেরে ফেলতে হয়। হজ প্রাপ্তবয়স্ক, সুস্থ ও আর্থিকভাবে সক্ষম সকল মুসলমানকে জীবনে একবার অবশ্যই পালন করতে হবে। আল কোরআনে আদেশ করা হয়েছে, ‘মানুষের মধ্যে যারা বায়তুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে তাদের উপর ফরজ হলো তারা আল্লাহর জন্য বায়তুল্লাহ শরিফে হজ […]