
পটিয়া থেকে সিনেমা প্যালেস এস আলম বাস সার্ভিস উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। গতকাল বৃহস্পতিবার দুপুরে পটিয়া বাস স্টেশনস্থ কাউন্টারে পটিয়া টু নগরীর সিনেমা প্যালেস পর্যন্ত এস আলম পরিবহনের ২০টি বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রতি ত্রিশ মিনিট অন্তর এ সার্ভিস চালু থাকবে। এছাড়া রিজার্ভ সার্ভিসের পাশাপাশি আগামী মার্চ মাস থেকে লোকাল সার্ভিস চালু করা হবে। এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী, উপজেলা আ. লীগ নেতা এম এজাজ চৌধুরী, গোলাম সওয়ার চৌধুরী মুরাদ, মোহাম্মদ মুরাদ চৌধুরী, পৌরসভা আ. লীগের সভাপতি আলমগীর আলম, সা. সম্পাদক এম এন এ নাছির, যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন পারভেজ, এস আলম সার্ভিসের জি এম আবেদ হোসেন চৌধুরী, খোরশেদ গণি প্রমুখ।