
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুনভাবে যুক্ত হয়েছে পোস্টাল ব্যালট। অর্থাৎ প্রবাসীদের ভোট। প্রথমবারের মতো পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দিচ্ছেন প্রবাসীরা। চট্টগ্রামের ১৬ আসনে পোস্টাল ব্যালট ভোটের সংখ্যা প্রায় ৯৫ হাজার।
এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে এবার মোট ভোটার বেড়েছে ৩ লক্ষ ৬৮ হাজার ১২৪ জন। যাদের বড় অংশ তরুণ। এই তরুণ ও পোস্টাল ব্যালট ভোট-ই এবারের নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে বিশ্লেষকদের অভিমত।
সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২৪ সালের ৭ জানুয়ারি। ভোটার সংখ্যা ছিল ৬৩ লাখ ১৪ হাজার ৩৯৩ জন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ৬৫ লাখ ৮৭ হাজার ৫৭৬ জন। এর বাইরে পোস্টাল ব্যালট ভোটার সংখ্যা হচ্ছে ৯৪ হাজার ৯৪১ জন। দুটি মিলে সর্বমোট ভোটার সংখ্যা দাঁড়ায় ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। অর্থাৎ এবার মোট ভোট বেড়েছে ৩ লক্ষ ৬৮ হাজার ১২৪ জন। মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৩৪ লাখ ৮৩ হাজার ৮৮৭ জন। মহিলা ভোটার ৩১ লাখ ৯৮ হাজার ৫৬০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭০ জন।
নির্বাচন বিশ্লেষকদের মতে, গত ১৭ বছর ধরে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলে সবকটি নির্বাচন ছিল নিয়ন্ত্রিত। জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় নির্বাচন ছিল ‘প্রশ্নবিদ্ধ’। ২০১৪ সালের একতরফা নির্বাচন থেকে সর্বশেষ আমি-ডামি নির্বাচনে নিয়ন্ত্রিত ভোটের কারণে সাধারণ ভোটাররা ভোটবিমুখ হয়ে পড়েছেন। এবার নতুন-তরুণ ভোটাররা ভোট দিতে উদগ্রীব। এবার ভোটে তরুণদের অংশগ্রহণ ও উপস্থিতি বাড়তে পারে। নির্বাচন কমিশনের তথ্য মতে, চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে বেশি ভোটার হচ্ছে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজিদ আংশিক) আসনে। এ আসনে ভোটার সংখ্যা হচ্ছে ৫ লাখ ৪৯ হাজার ১৩৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭৭ হাজার ৮৩২ জন। মহিলা ভোটার ২ লাখ ৭১ হাজার ৩০৩ জন। চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও চসিকের ১-২ নং ওয়ার্ড) ভোটার সংখ্যা ৪ লাখ ৯৫ হাজার ১৪৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৪ হাজার ৬২৩ জন। মহিলার ভোটার ২ লাখ ৪০ হাজার ৫২২ জন। চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৯১ হাজার ৭৮৭ জন। চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৮৯ হাজার ৩৩৮ জন। চট্টগ্রাম-১০ (আকবর শাহ, খুলশী, পাহাড়তলী) আসনে ৪ লাখ ৮৬ হাজার ৩১৬ জন। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৮০ হাজার ৭৮৪ জন।
পোস্টাল ভোট : চট্টগ্রামে ১৬টি আসনের মধ্যে সবচেয়ে বেশি পোস্টাল ভোটার হচ্ছে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনে। এ আসনে পোস্টাল ভোটার সংখ্যা ১৪ হাজার ২৭২ জন। চট্টগ্রাম-২ আসনে ৭ হাজার ৬৮১ জন। চট্টগ্রাম-৫ আসনে ৬ হাজার ৭৭০ জন। চট্টগ্রাম-১৬ আসনে ৬ হাজার ৭১৪ জন। চট্টগ্রাম-১ আসনে ৬ হাজার ৫৭২ জন। চট্টগ্রাম-১০ আসনে ৬ হাজার ১২৮ জন। চট্টগ্রাম-১১ আসনে ৫ হাজার ৯৪০ জন। চট্টগ্রাম-৭ আসনে ৫ হাজার ৮৪৪ জন। চট্টগ্রাম-৮ আসনে ৫ হাজার ৫৯৩ জন। চট্টগ্রাম-১৪ আসনে ৫ হাজার ২৭২ জন। চট্টগ্রাম-৩ আসনে ৪ হাজার ৭৮৪ জন। চট্টগ্রাম-৪ আসনে ৫ হাজার ১৩৯ জন। চট্টগ্রাম-৬ আসনে ৩ হাজার ৯৯৮ জন। চট্টগ্রাম-৯ আসনে ৩ হাজার ৮২৫ জন। চট্টগ্রাম-১২ আসনে ৩ হাজার ১৯৮ জন। চট্টগ্রাম-১৩ আসনে ৩ হাজার ২১১ জন।
ভোটকেন্দ্র ও ভোটকক্ষ : চট্টগ্রামের ১৬টি আসনে মোট ভোটকেন্দ্র ১৯৬৫টি। ভোটকক্ষ ১২ হাজার ৬০১টি। এরমধ্যে স্থায়ী ভোটকক্ষ ১১ হাজার ৭৪৬টি। অস্থায়ী ভোটকক্ষ ৮৫৫টি।
পূর্বকোণ/পিআর