
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) আবাসিক হল থেকে উপমা দত্ত নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিনিয়ির উপ পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) খলিলুর রহমান পূর্বকোণকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে বিশ্বিবদ্যালয়ের বিজয়-২৪ হলের নিজ কক্ষ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিহত উপমা বিশ্ববিদ্যালয়ের ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) বিভাগের ২৬ তম ব্যাচের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি মাগুরায় বলে জানা গেছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ