চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

শোকজের জবাব হুমাম কাদেরের, অভিযোগকারী জামাত নেতাকে সমন

শোকজের জবাব হুমাম কাদেরের, অভিযোগকারী জামাত নেতাকে সমন

রাঙ্গুনিয়া সংবাদদাতা

২৯ জানুয়ারি, ২০২৬ | ১১:১৯ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশের (শোকজ) লিখিত জবাব দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী হুমাম কাদের চৌধুরী।

 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে রাঙ্গুনিয়ায় অবস্থিত সিনিয়র সিভিল জজ আদালতের অস্থায়ী কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে তিনি এই ব্যাখ্যা প্রদান করেন।

 

পাশাপাশি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সিভিল জজ পলিনা আকতার স্মৃতি এ বিষয়ে আদালত অভিযোগকারী উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারী হাসান আল বান্নাকে তার দাবির স্বপক্ষে প্রমাণ উপস্থাপনের জন্য সমন জারি করেছেন।

 

গত ২২ জানুয়ারি উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সাহাব্দী নগর উচ্চ বিদ্যালয়ে পাঠদান চলাকালীন শিক্ষার্থীদের উপস্থিতিতে নির্বাচনি প্রচারণা চালানোর অভিযোগ রয়েছে হুমাম কাদের চৌধুরীর বিরুদ্ধে।

 

অভিযোগ অনুযায়ী, ওই সময় বিদ্যালয় মাঠে মেডিকেল ক্যাম্পের আয়োজনের পাশাপাশি প্রচারণা চালানো হয়, যার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

এছাড়াও, নির্বাচনি প্রচারণার সময় বিভিন্ন স্থানে “চট্টগ্রামের প্রাণ রাঙ্গুনিয়ার হুমাম” শিরোনামে রঙিন পোস্টার সাঁটানোর অভিযোগ করা হয়েছে, যার ছবি ও প্রমাণ বিচারিক কমিটির কাছে সংরক্ষিত রয়েছে। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের নির্বাচনী কাজে ব্যবহার করা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫-এর ১৫(খ) বিধির স্পষ্ট পরিপন্থি।

 

উল্লেখ্য, গত বুধবার (২৮ জানুয়ারি) আদালত হুমাম কাদের চৌধুরীকে তলব করে নোটিশ জারি করেছিল, যার প্রেক্ষিতে তিনি আজ আদালতে হাজির হয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট