
চট্টগ্রাম-১৪ আসনের ১১ দলীয় জোটের ছাতা প্রতীকের প্রার্থী এবং এলডিপির প্রেসিডিয়াম সদস্য ওমর ফারুককে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে শোকজ করা হয়েছে।
গত ২৮ জানুয়ারি (বুধবার) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং সিভিল জজ সানজিদা আফরোজ বৃষ্টি এই শোকজ নোটিশ প্রদান করেন।
সূত্রে জানা গেছে, ধানের শীষ প্রতীকের প্রার্থী জসিম উদ্দীন আহমদের প্রধান নিবার্চনী সমন্বয়ক এম.এ হাশেম রাজুর লিখিত অভিযোগের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ২৬ জানুয়ারি সন্ধ্যায় বরমা ইউনিয়নে মোটরযান ও পিকআপ ব্যবহার করে শোডাউন করেন ওমর ফারুক। এই কার্যক্রমটি রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি ২০২৫-এর ৩ এবং ৯ নম্বর বিধির সরাসরি পরিপন্থী, যা নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য হয়েছে।
শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে , কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবর শাস্তিমূলক সুপারিশসহ প্রতিবেদন পাঠানো হবে না, সে বিষয়ে ওমর ফারুককে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
আগামী ১ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার সময় বিচারিক কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত হয়ে তাকে এই ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
পূর্বকোণ/কায়ছার /পারভেজ