
কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ি এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের দুটি গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পূর্ব জুম্মাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আগেরদিন বুধবার রাতেও একই এলাকায় প্রায় ২০ থেকে ৩০ রাউন্ড গুলির শব্দ শোনা গিয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
বাসিন্দাদের মতে, জুম্মাপাড়া পাহাড়ি এলাকায় সক্রিয় অপহরণকারী ও মানব পাচার চক্রের দুটি গ্রুপ মূলত এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘাতে জড়িয়েছে। বারবার এমন সংঘর্ষের ফলে জনমনে আতঙ্ক ক্রমাগত বাড়ছে। এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের সহিংসতা সৃষ্টির আশঙ্কা করছেন স্থানীয়রা।
ঘটনার বর্ণনা দিয়ে বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইলিয়াস বলেন, পরপর দুই দিন সন্ত্রাসীদের মধ্যে এই গুলিবিনিময়ের ঘটনায় এলাকার মানুষ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।
এ বিষয়ে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দুর্জয় বিশ্বাস জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পুরো বিষয়টি পুলিশ গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ