
চট্টগ্রাম নগর পুলিশের ডিবি দক্ষিণের অভিযানে সিএমপির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. ফারুক হোসেন (৩২) ওরফে চাপাতি ফারুক ও তার সহযোগী মো. সজিবকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে কোতোয়ালী থানাধীন আইস ফ্যাক্টরি রোডের বাস্তুহারা কলোনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে আটকের সময় ফারুক নিজের গলায় চাপাতি ধরে পালানোর চেষ্টা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
গ্রেপ্তারকৃত ফারুক চট্টগ্রাম মহানগরসহ বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি ও মাদকসহ একাধিক মামলার আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী । নোয়া্খালীর সেনবাগ থানার কানকীর হাট মতিন হাজীর বাড়ির ইয়াকুব আলীর ছেলে। তার সহযোগী মো. সজিব (২৭) ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার গুদারাঘাট শাহজাহানের বাড়ি মো. আজাদের ছেলে।
ডিবি দক্ষিণের উপ- পুলিশ কমিশনার (ডিসি) শেখ শরীফুল ইসলাম জানান, ফারুককে গ্রেপ্তারের পর পুলিশের পিসিপিআর যাচাই করে দেখা গেছে তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরসহ বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরি ও মাদক সংক্রান্ত মোট দশটি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে একাধিক মামলায় তিনি পলাতক ছিলেন। তাকে আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
পূর্বকোণ/রাজীব/পারভেজ