
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দিতে বন্দর কর্তৃপক্ষের চুক্তি প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। আদালতের এই রায়ের ফলে বিদেশি কোম্পানির সাথে চুক্তি প্রক্রিয়ার চলমান কার্যক্রম এগিয়ে নিতে আর কোনো আইনি বাধা রইল না।
মামলার বিবরণ থেকে জানা যায়, এর আগে বিষয়টি নিয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে ভিন্নমত দেখা দিয়েছিল। গত বছরের ৪ ডিসেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে বিভক্ত রায় দিয়েছিলেন। সে সময় বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তি প্রক্রিয়াটি অবৈধ ঘোষণা করলেও, তার সাথে দ্বিমত পোষণ করে বিচারপতি ফাতেমা আনোয়ার রিট আবেদনটি খারিজ করে দেন।
দুই বিচারপতির মতপার্থক্যের কারণে নিয়ম অনুযায়ী তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চে পাঠান। সেখানে দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার চূড়ান্ত এই রায় দেওয়া হলো।
উল্লেখ্য, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে গত বছর হাইকোর্টে রিট দায়ের করেছিলেন বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন।
পূর্বকোণ/এএইচ