চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

ফটিকছড়িকে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার জামায়াত নেতার

ফটিকছড়িকে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার জামায়াত নেতার

ফটিকছড়ি সংবাদদাতা

২৯ জানুয়ারি, ২০২৬ | ২:০৮ অপরাহ্ণ

জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে ফটিকছড়িকে চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা হবে বলে মন্তব্যে করেছেন ফটিকছড়ি উপজেলা জামায়াতের আমির নাজিম উদ্দিন ইমু।

 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে নির্বাচনি গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি লেলাং লালপুল, দিঘিরপাড়, সন্ন্যাসীর হাট, আনন্দবাজার, আদর্শ বাজার ও চারালিয়া হাটসহ বিভিন্ন এলাকায় ধারাবাহিক গণসংযোগ করেন।

 

নাজিম উদ্দিন ইমু বলেন, ফটিকছড়িতে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। জামায়াতে ইসলামী নির্বাচিত হলে এসব অপশক্তিকে চিরতরে নির্মূল করা হবে এবং শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।

 

তিনি আরও বলেন, ফটিকছড়ির অন্যতম বড় সমস্যা বেকারত্ব। এই সমস্যা নিরসনে শিক্ষিত তরুণ সমাজকে স্বাবলম্বী করে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। উচ্চশিক্ষিত তরুণদের আর্থিক সহায়তা ও প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তুললে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

গণসংযোগকালে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইউছুপ বিন সিরাজ, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি নবীর হোসেন মাসুদ, সহ-সেক্রেটারি রেজাউল করিম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আবু জাফর এবং লেলাং ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক বেলাল উদ্দিনসহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

 

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গণসংযোগে অংশ নেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট