চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

পেকুয়ায় দেশীয় অস্ত্রসহ দুই ভাই আটক

পেকুয়ায় দেশীয় অস্ত্রসহ দুই ভাই আটক

পেকুয়া সংবাদদাতা

২৯ জানুয়ারি, ২০২৬ | ১২:২৮ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়া উপজেলায় যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ২ জনকে আটক করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোর ৬টায় উপজেলা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাতবরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলো-মো. মোকতার হোসেন ও তার ভাই শাহীন আলম।

 

সেনা সূত্র জানায়, গ্রেপ্তারদের হেফাজত থেকে মেটাল ব্যাটন ও ৪টি ধারালো দা উদ্ধার করা হয়েছে, যা এলাকায় সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন এবং সংঘর্ষ সৃষ্টিতে ব্যবহারের আশঙ্কা ছিল।

 

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম বলেন, অভিযানে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উদ্ধার দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট