চট্টগ্রাম মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

সর্বশেষ:

সাতকানিয়ায় বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ, আহত ২

সাতকানিয়ায় বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ, আহত ২

সাতকানিয়া সংবাদদাতা

২৭ জানুয়ারি, ২০২৬ | ৯:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় বিএনপি প্রার্থীর ব্যানার লাগানোকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কর্মীদের হামলায় দুই বিএনপি কর্মী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছমদর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন— শামসুল আলম (৬০) ও মো. দেলোয়ার হোসেন (৫০)। তারা দুজনেই ওই এলাকার বাসিন্দা এবং বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিন জেলা ও স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে আহতদের দেখতে হাসপাতালে যান।

বিএনপির প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের অভিযোগ, ধানের শীষের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে জামায়াত প্রার্থীর কর্মীরা এই হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, এর আগেও তাকে প্রচারণার সময় বিব্রত করার চেষ্টা করা হয়েছিল এবং বর্তমানে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। এই ঘটনায় তারা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।

অন্যদিকে, সাতকানিয়া পৌরসভা জামায়াতে ইসলামীর আমির হামিদ উদ্দিন আজাদ এই অভিযোগ অস্বীকার করে একে “সাজানো নাটক” হিসেবে অভিহিত করেছেন। তার দাবি, দাঁড়িপাল্লার ব্যানার ছিঁড়ে ধানের শীষের ব্যানার টাঙাতে নিষেধ করায় বিএনপি কর্মীরা গালিগালাজ করে, যা থেকে কথা কাটাকাটি শুরু হয়।

তিনি আরও বলেন, বিএনপি কর্মীরা পরিকল্পিতভাবে মহিলা জামায়াত কর্মীদের হেনস্থা ও লাঞ্ছিত করছে এবং এ বিষয়ে তারা আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট