
চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড এবং চসিক ৯-১০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ’র সমর্থনে সীতাকুণ্ড পৌর সদরে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন আসলাম চৌধুরী সহধর্মিনী জামিলা নাজনীল মাওলা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় সীতাকুণ্ড পৌর সদরের দক্ষিণ ইদিলপুরের ভূঁইয়া বাড়ি এলাকায় কাউন্সিলর মাহমুদা বেগমের সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপি সভাপতি সাজ্জাদ হোসেন রফিকের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নাছিমা আক্তার ডলি, নার্গিস আক্তার প্রমুখ।
এ সময় আসলাম চৌধুরীর সহধর্মিনী জামিলা নাজনীল মাওলা বলেন, আসলাম চৌধুরী একজন রাজনৈতিক নেতা হলেও, ওনার বড় পরিচয় উনি একজন সামাজিক ও মানবিক মানুষ। চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকার এমন কোনো এলাকা নেই, যেখানে তার বিচরণ ঘটেনি। তিনি নির্বাচিত হলে আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে- ইনশাল্লাহ।
সীতাকুণ্ড পৌর সদরের প্রোগ্রাম শেষে আসলাম চৌধুরীর সহধর্মিনী উপজেলার সোনাইছড়ি এলাকায় গণসংযোগ করেন। সেখানে স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/এএইচ